বরাবর,
চেয়ারম্যান সাহেব,
১২নং আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদ,
মিরপুর , কুষ্টিয়া।
বিষয়ঃ- যৌতুকের দাবীতে নির্যাতন ও পিতৃগৃহে ফেরত পাঠানো প্রসঙ্গ অভিযোগ।
বাদী:
মোছা: সোনিয়া খাতুন
স্বামী: মো: বকুল ইসলাম
সাং- আমবাড়ীয়া
ডাকঘর: হালসা
মিরপুর, কুষ্টিয়া।
বিবাদী:
মো: কামাল মন্ডল
পিতা- মৃত হায়াত আলী মন্ডল
সাং- আমবাড়ীয়া
ডাকঘর: হালসা
মিরপুর, কুষ্টিয়া।
জনাব,
সবিনয় আরজ এই যে, উপরোক্ত বিবাদী আমার পিতা বিগত ০৮-০৬-২০১৩ খ্রী: তারিখে মো: বকুল ইসলাম ,সাং আমবাড়ীয়া এর সাথে রেজিট্রি কাবিননামামূলে আমাদের বিয়ে হয়। বিয়ের পর আমার স্বামী আমার দেন মহরের ১,০০,০০০/= টাকার মধ্যে ৭৫,০০০/= (পঁচাত্তর হাজার) টাকা নগদ প্রদান করেন যা আমার পিতার নিকট গচ্ছিত রেখেছিলাম। এখন আমার টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় আমি তার নিকট টাকা চাইলে তিনি ফেরৎ দিচ্ছেন না। তাই উক্ত টাকা আদায়ের জন্য আপনার শরনাপন্ন হলাম।
অতএব, জনাব মেহেরবানী পূর্বক বিবাদীকে তলব দিয়ে আমার পাওনা আদায়ের ব্যবস্থা করবেন ।
বিনীত
তারিখঃ ০৮/০৯/২০১৩ খ্রিঃ
(মোছা: সোনিয়া খাতুন)
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS