গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্থানীয় সরকার বিভাগ
|
ডাকঘরঃ হাল্সা, উপজেলাঃমিরপুর, জেলাঃ কুষ্টিয়া।
সূত্র: ০০.৫০.০১.৯৪.১৩/২০১৪/ তারিখ: ১১-০৬-২০১৪ইং
নোটিশ
যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক, ১২নং আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদের রাস্তার পাশের পুকুর মালিক গণকে জানানো যাইতেছে যে, বাংলাদেশ সরকারের নির্দেশ মোতাবেক রাস্তার পাশেরপুকুর মালিক গণ নিজ নিজ উদ্দ্যোগে পুকুর সংষ্কার করতে হবে। পুকুরের যে পাশ রাস্তা কেন্দ্রিক সে পাশে পাইলিং করতে হবে। অচিরেই বাংলাদেশ সরকারের তত্বাবধানে স্থানীয় সরকারের সহায়তায় পর্যবেক্ষণ দল ইউনিয়ন পরিষদের বিভিন্ন স্থান পর্যবেক্ষণ করবে এবং ভ্রাম্যমান আদালত থাকবে সেখানে অর্থ দন্ড সহ শাস্তির ব্যবস্থা থাকবে। এই অনাকাংক্ষিত ভোগান্তি এড়াতে আপনার নিজ পুকুর সংষ্কার করে আমবাড়ীয়া ইউনিয়ন বাসীর সার্বিক সহযোগিতায় এগিয়ে আসুন।
প্রচারে
মো: আব্দুল বারী (টুটুল)
চেয়ারম্যান
আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদ
মিরপুর, কুষ্টিয়া।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস